তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। রাজ্য সরকারের এমনই একটি স্কিম নিয়ে আলোচনা করা হবে যেখানে এককালীন আড়াই লক্ষ টাকা অবধি পেতে পারেন উপভোক্তারা।
সেখানে প্রত্যেক মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে ৫৫ টাকা করে দেবে সরকার। উপভোক্তার বয়স ৬০ বছর হয়ে যাওয়ার পর ফেরত পাওয়া যাবে সেই টাকা। নির্মাণ শ্রমিকদের জন্য এই স্কিম নিয়ে আসা হয়েছে। কমপক্ষে ৫ বছর এই স্কিমের সদস্য থাকলে অবসর গ্রহণের পর ১০০০ টাকা করে পেনশনও পাওয়া যাবে বলে খবর।
সেই সঙ্গেই রয়েছে আরও নানান সুবিধা। রাজ্য সরকারের এই প্রকল্পে উপভোক্তাদের কোনও টাকা দিতে হবে না। সরকারের তরফ থেকেই তাঁদের সামাজিক সুরক্ষা অ্যাকাউন্টে প্রত্যেক মাসে টাকা জমা করা হবে। এছাড়া কেউ যদি ১৮ বছর বয়সে এই প্রকল্পে নাম নথিভুক্ত করান, তাহলে ৬০ বছর বয়সে তিনি আড়াই লাখ টাকা পাবেন।