দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। আর বেশ কিছুদিনের লম্বা ছুটি মানেই প্রথম মনে আসে দার্জিলিংয়ের নাম। এবার দার্জিলিংয়ের পর্যটকদের জন্য বড় উদ্যোগ নিল প্রশাসন।
NBSTC- এর উদ্যোগে এবার নিউ জলপাইগুড়ি থেকে চালানো হবে বিশেষ ট্যাক্সিবাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অধীনে এই ট্যাক্সিবাসগুলি চালানো হবে। ভাড়া নিয়ে দরদাম করার প্রয়োজন হবে না যাত্রীদের। নির্দিষ্ট ভাড়া ধার্য থাকবে পর্যটকদের জন্য।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ঝাঁ চকচকে এই ট্যাক্সিবাসে চড়ে পর্যটকেরা পৌঁছে যেতে পারবেন দার্জিলিং, মিরিক, কার্শিয়াংয়ে। নতুন এই ট্যাক্সিবাস পরিষেবা শুরু হওয়ার সাথে সাথেই লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের চাহিদা। পাশাপাশি বেশ কিছু দিন বন্ধ থাকার পর ফের একবার এনবিএসটিসি চালু করতে চলেছে এসি বাস পরিষেবা।