December 6, 2025
civic volunteer

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের সিভিকদের জন্য বিরাট সুখবর। এবার থেকে ব্যাঙ্কঋণ পাবেন রাজ্যের সিভিক ভলান্টিয়াররাও। এর জন্য সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছে রাজ্য পুলিস।

এই প্রকল্প যাতে দ্রুত কার্যকর হয় সেই লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার রয়েছেন। যারা পুলিস কর্মীদের মতোই রাস্তায় বা থানায় ডিউটি করেন। যদিও তাদের বেতন অনেকটাই কম। মাস গেলে দশ হাজার টাকা বেতন পান তারা।

আর দুর্বল বেতন কাঠামোর কারণে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় তাদের। সিভিকদের ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শর্ত রয়েছে এজন্য তাদের জমিজমা বা বাড়ির দলিল জমা রাখতে হবে ব্যাঙ্কে যার মূল্য ১ লক্ষ টাকার বেশি হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *