গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি অশুতোষ কুমার সোমবার আসাম রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যালয় (আরজিইউ)-তে ভারতের সংবিধানের প্রধান স্থপতি ড. ভীমরাও রামজি আম্বেদকরের আবক্ষ মূর্তি উন্মোচন করেন।
ভারতের সংবিধান দিবস (২৬ নভেম্বর) উপলক্ষে এই অনুষ্ঠানটি এক গুরুত্বপূর্ণ শ্রদ্ধার্ঘ্য হিসেবে পালিত হয়। প্রধান বিচারপতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং আইন বিভাগের ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. এ.কে. পানসারি; রয়্যাল স্কুল অব ল’ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ও ডিন ড. বি.সি. বরুয়া; প্রশাসনিক রেজিস্ট্রার ড. দিগন্ত মুনশি; একাডেমিক রেজিস্ট্রার ড. ডি.এন. সিংহ; পাশাপাশি আইন, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডিন, শিক্ষক এবং ছাত্রছাত্রীরা।
বিশেষ এক ইন্টারঅ্যাকটিভ সেশনে ছাত্রছাত্রীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ড. আম্বেদকরের অদম্য নিষ্ঠা ও আজীবন সংগ্রাম থেকে শিক্ষা নিতে হবে। তিনি বলেন, “নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং নেতিবাচক চিন্তাকে দূরে সরাতে হবে, তাহলেই লক্ষ্য অর্জন সম্ভব। ২৬ নভেম্বর আমরা ড. বি.আর. আম্বেদকর এবং ভারতীয় সংবিধানকে সম্মান জানাই—যা সব আইনের জননী।”
তিনি ছাত্রছাত্রীদের আহ্বান জানান, একাডেমিক ও পেশাগত জীবনে ড. আম্বেদকরের আদর্শকে জীবিত রাখতে। শ্রেণিকক্ষ হোক বা আদালত, প্রশ্ন করতে কখনও দ্বিধা করা উচিত নয়। প্রধান বিচারপতি আরও বলেন, “ড. আম্বেদকরের দৃষ্টিভঙ্গি, প্রজ্ঞা এবং সমতার জন্য তাঁর আজীবন লড়াই থেকে অনুপ্রেরণা নিতে হবে। আইন অধ্যয়ন কেবল একটি পেশা নয়, বরং সামাজিক রূপান্তরের এক শক্তিশালী হাতিয়ার।”
এই প্রসঙ্গে ড. এ.কে. পানসারি বলেন, “আরজিইউ তার বৈশ্বিক উৎকর্ষ সাধনের লক্ষ্য নিয়ে ভারতের জাতীয় মহাপুরুষদের উত্তরাধিকারকে সম্মান জানিয়ে ক্যাম্পাসে মূর্তি ও আবক্ষ স্থাপন করে আসছে। ড. আম্বেদকরের আবক্ষ মূর্তি উন্মোচন ছাত্রছাত্রীদের মধ্যে গর্ব, দেশপ্রেম এবং ভারতের সমৃদ্ধ বৌদ্ধিক ও সাংবিধানিক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জাগিয়ে তুলবে।”
