December 23, 2024

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। গ্রাম থেকে শহর, বর্তমানে এদেশের বেশিরভাগ বাড়িতে এলপিজি গ্যাসে রান্না হয়।

ভারতবর্ষের দারিদ্র সীমার নীচে থাকা পরিবারগুলিতেও যাতে এলপিজি গ্যাস সংযোগ পৌঁছে যায়, সেই লক্ষ্যে ২০১৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিল কেন্দ্র। এই স্কিমের মাধ্যমে একেবারে ফ্রি-তে এলপিজি গ্যাস কানেকশন পাওয়া যায়।

উজ্জ্বলা যোজনার মাধ্যমে দারিদ্র সীমার নীচে বসবাসকারী এদেশের পরিবারগুলিকে গ্যাস কানেকশন এবং সিলিন্ডার পেতে সাহায্য করে কেন্দ্রীয় সরকার। যে সকল পরিবার এই কানেকশন পাবেন, তাদের এক টাকাও খরচ হয় না। গ্যাস কানেকশনের খরচ দেয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *