December 22, 2024

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দুর্গাপুরে গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলরের স্বামী সহ প্রাক্তন তৃণমূল নেতা। বৃহস্পতিবার রাতেই দুর্গাপুরের কোকওভেন থানা ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী রিন্টু পাঁজা ও তৃণমূলের ৩ নম্বর ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক অরবিন্দ নন্দীকে থানায় নিয়ে আসে। রিন্টু পাঁজা বর্তমানে তৃণমূলের ৩ নম্বর ব্লকের সহ – সভাপতি। শুক্রবার ভোরে তাঁদের দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। রিন্টুর বিরুদ্ধে লোহা চুরি ও অরবিন্দের বিরুদ্ধে বালি পাচারের অভিযোগ করা হয়েছে। সকালে ধৃত দুইজনকেই দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের সিআইডি জেরা করতে পারে বলে জানা গিয়েছে। আজই তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *