উত্তর সিকিমের ইউমাসামডং এলাকায় শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তুষারপাত। সকাল গড়াতেই বরফে ঢেকে গেছে চারদিক। ছাঙ্গু–নাথুলা রাস্তাজুড়ে বরফের সাদা আস্তরণে এক মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছে।
শীতের আগমনের সঙ্গে সিকিমের পাহাড়ি এলাকা এখন যেন পরিণত হয়েছে এক রূপকথার রাজ্যে।
