December 23, 2024

টলিউড খ্যাত অভিনেত্রী শুভশ্রী অবশেষে প্রকাশ্যে আনলো মেয়ের। দাদা ইউভানের জন্মদিনেই প্রকাশ্যে এলো রাজ শুভশ্রীর মেয়ে ইয়ালিনীর ছবি। দাদা ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথমবার প্রকাশ্যে এল ইয়ালিনীর মুখ।

আজ চার বছরে পা রেখেছে সে। এই প্রথবার একসাথে ইউভান-ইয়ালিনের ছবি শেয়ার করে ক্যাপশনে মেয়ের হয়েই শুভশ্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে দাদা ইউভান। আমি তোমাকে ভালোবাসি।’ দশ মাসের ইয়ালিনি যেন ছোট্ট পুতুল। 

এদিন ছেলের জন্মদিনে সকাল সকাল নিজের প্রোফাইল থেকে দুই ভাই বোনের ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। নেটিজেনদের পাশাপাশি ইউভান আর ইয়ালিনীকে ভালবাসায় ভরিয়েছেন টলি পাড়ার এক ঝাঁক তারকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *