December 6, 2025
exam5

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। সদ্যই প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এরপরেই উচ্চ শিক্ষার জন্য কলেজের আঙিনায় পদার্পণ করবে পড়ুয়ারা।

এবার তাদের সুবিধার্থে চলতি বছরে ফের শুরু হতে চলেছে “এডুকেশন ইন্টারফেস ২০২৫”। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেরিয়ার প্ল্যানার এডু ফেয়ার-এর সৌজন্যে এই কেরিয়ারমুখী মেলা শুরু হবে আগামী ১৭ মে থেকে। যেটি চলবে আগামী ১৯ মে পর্যন্ত। দ্বাদশ থেকে স্নাতকোত্তর করতে চলা পড়ুয়াদের কেরিয়ারের সঠিক দিশা দেখানোর লক্ষ্যেই এই মেলা সম্পন্ন হয়।

যেখানে প্রতি বছর হাজার হাজার পড়ুয়া কলকাতা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, ম্যানেজমেন্ট, আইন, ফার্মাসির মতো বিভিন্ন বিষয়ের শ্রেষ্ঠ কলেজে ভর্তির পদ্ধতি থেকে শুরু করে পড়ার খরচ, প্লেসমেন্ট এবং ক্যাম্পাসিংয়ে আসা কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *