বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলে আদালতে জমা দেওয়ার চার্জশিটে দাবী করেছে সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি কখনো সুজয় কৃষ্ণ ভদ্র নিজে সেই চেষ্টা করেছেন আবার কখনও অন্যদের তিনি প্রমাণ লোপাট করতে বাধ্য করেছেন। এই মামলায় আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে তথ্য প্রমাণ লোপাটের মোট সাতটি পন্থার কথা উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তাঁরা জানিয়েছেন বিভিন্ন সাক্ষীর বয়ান থেকে মোট সাতটি উপায়ের কথা জানা গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দাবি কখনও এসএসসি আবার কখনও প্রাথমিক শিক্ষক নিয়োগ কিংবা অন্যান্য সরকারি চাকরির প্রার্থীদের থেকে টাকা তোলা হয়েছে। সেই সমস্ত চাকরি বিক্রির কোটি কোটি টাকা গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের হাতে।
