জাগিরোড পুলিশ সোমবার কুয়াদল গ্রাম থেকে আরও এক মাদক ব্যবসায়ী ইসমাইল আলীকে গ্রেপ্তার করেছে। জাগিরোড থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন যে গোপন সংবাদের ভিত্তিতে একটি পুলিশ দল কুয়াদল গ্রামের মৃত আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চালের বস্তায় রাখা কালো রঙের পলিথিনের ব্যাগে মোড়ানো ৯ গ্রাম অবৈধ মাদক উদ্ধার করে। উল্লেখ্য,
জাগিরোড থানার অন্তর্গত নাখোলা গাঁওয়ের স্থানীয় লোকজন সম্প্রতি আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
