December 6, 2025
fgbfv 1

দার্জিলিং চায়ের নামে বাজার ছেয়ে যাচ্ছে নেপালের আরো অন্যান্য স্থানে চা পাতা। অবিলম্বে মিনিস্ট্রি অফ কমার্সকে এ নিয়ে পদক্ষেপের সুপারিশ মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির।কি দার্জিলিং চা বলে অন্য চা পাতা বিক্রি করছে এটা সাধারণ মানুষের বুঝতে পারছে না, তাদের চোখে ধুলো দিয়ে বিভিন্ন স্থানে এই চা পাতা বিক্রি হচ্ছে

যেহেতু নেপালের চায়ের উপরে ভারত সরকার কোনও ইমপোর্ট ডিউটি আরোপ করে না, নেপাল থেকে কম মূল্যে চা পাতা এনে, বাজারে দার্জিলিং চা নামে চড়া দামে বিক্রি হচ্ছে এই চা পাতা। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গের চা বাগানের।

 GI ট্যাগ থাকা সত্ত্বেও উপযুক্ত দাম এবং উপযুক্ত মান পাচ্ছে না দার্জিলিং চা। মিনিস্ট্রি অফ কমার্সকে অবিলম্বে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ নিয়েছেন, এবং নেপালের চা পাতার ওপর নজরায়ের দায়ের করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *