এগিয়ে চলেছে রাজ্য, রাজ্যের উন্নতির খাতিরে একাধিক সময় নেওয়া হয় একাধিক সিদ্ধান্ত। কিন্তু অন্যদিকে উন্নয়নের আলো আজও যেন পৌঁছয়নি পাহাড়ের কোলে থাকা কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি পাড়ায়। মুঙ্গিয়াকামী আরডি ব্লকের এই প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত গ্রামের মানুষদের জীবনে প্রতিদিনই এক নতুন সংগ্রাম।
আদিকাল থেকে তারা জঙ্গল থেকে লাকড়ি কুড়িয়ে এনে চুলায় আগুন জ্বালিয়ে রান্না করেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন তাদের ঘরে পৌঁছেছে ঠিকই, কিন্তু সেই সিলিন্ডারে গ্যাস ভরার টাকা আজও নাগালের বাইরে।
এক জনজাতির গলায় বিষণ্ণতা “গ্যাস পাইছি, কিন্তু গ্যাস ভরার পয়সা কই? তাই আবার জঙ্গলে যাই, কাঠ কুড়িয়ে আনি, ধোঁয়ায় চোখ জ্বলে যায়, কিন্তু উপায় নাই।” এই কথাতেই লুকিয়ে আছে উন্নয়নের এক নির্মম বাস্তবতা — যেখানে সরকারি প্রকল্পের নাম আছে, কিন্তু সুফল নেই। হাজরাবাড়ির জনজাতি মানুষদের জীবনে উজ্জ্বলার আলো এখনো নিভু নিভু।
