বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্যে কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির অনুমোদন দিল অর্থ দফতর।
সেই মতোই এবার বাড়ানো হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। জানানো হয়েছে যে সরকারি কর্মচারীরা পঞ্চম বেত কমিশনের আওতায় আছেন, তাদের ১২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। পাশাপাশি ডিএ বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদেরও।
তাদের সাত শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ কার্যকর হবে। সম্প্রতি ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী দিয়া কুমারী। ডিএ বৃদ্ধির বিষয়ে সুখবর দিয়েছেন তিনি।