বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ৪ বা ৫ % নয়, রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার বড় সুখবর।
এক ধাক্কায় ১২ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হল তাদের। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্যের যুগ্ম ক্যাবিনেট সচিব রাজীব রঞ্জন জানিয়েছেন, পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মীদের ডিএ ১২ শতাংশ বাড়ানো হচ্ছে। ঘটনাস্থল ঝাড়খণ্ড।
সেই রাজ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। যেই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মচারীরা। জানিয়ে রাখি, বর্ধিত ডিএ ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন যুগ্ম ক্যাবিনেট সচিব। উল্লেখ্য, এতদিন এই সরকারি কর্মীরা ৪৪৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন।
