সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে। যাদবপুর কাণ্ডের এই ঘটনায় তোলপাড় রাজ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা নিয়ে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই এফআইআর দায়েরের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
পাশাপাশি এই বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ উচ্চ আদালতের। এদিন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা উঠলে আগামী ১২ মার্চের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের কাছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্তা থেকে শুরু করে অধ্যাপক, উপাচার্য ঘেরাওয়ের সাক্ষী থেকেছে রাজ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানটি। গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বৈঠক ঘিরে তুমুল উত্তেজনা বাঁধে। তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠকের মাঝেই বিশ্ববিদ্যালয়ে চত্বরে ধুন্ধুমার।
