December 6, 2025
trains

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। তবে ট্রেন লেট করা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ নতুন কিছু নয়। অধিকাংশ সময়ই দেখা যায়, নির্দিষ্ট টাইমটেবিলের চেয়ে অনেকটাই দেরিতে চলাচল করছে লোকাল কিংবা দূরপাল্লার ট্রেন।

সাম্প্রতিক অতীতে ট্রেন লেট যেন ডেইলি রুটিনে পরিণত হয়েছে হাওড়া ডিভিশনে। অফিস টাইমের ব্যস্ত সময়ে রেলের এই অব্যবস্থায় ক্ষুদ্ধ নিত্যযাত্রীরা। তার উপর ‘মরার উপর খাড়ার ঘা’ হিসাবে রয়েছে শনি ও রবিবার করে ট্রেন বাতিলের সিদ্ধান্ত। যাত্রীরা বলছেন, এই একই অবস্থা আগে ছিল শিয়ালদহতেও। তবে ভারতীয় রেলের

পরিসংখ্যান বলছে, নিয়ম মেনে ট্রেন চলাচলের তালিকায় হাওড়াকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে শিয়ালদহ। নির্দিষ্ট সূচি মেনে ট্রেন চলাচলের ক্ষেত্রে বেশ কিছুটা বেশি পয়েন্ট নিয়ে শিয়ালদহ ডিভিশন এখন অনেকটাই এগিয়ে হাওড়ার তুলনায়। ট্রেন লেট করা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ থাকলেও, সমস্যা এখনই মেটানো সম্ভব নয় বলে স্পষ্টভাবে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *