বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রেসিডেন্সিতে গারদবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক থেকে শুরু করে বহু হাইপ্রোফাইলরা।
এবারে পুজোর ঠিক আগে প্রাথমিক দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলত পুজোর আগে পার্থর জেলমুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। পাশাপাশি জ্যোতিপ্ৰিয় ওরফে বালু এবার জেলে নিজের জীবনের প্রথম পুজো কাটাবেন।
রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেলমুক্তির সম্ভাবনা নেই। গত বছর দশমীর দু’দিন পরই রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্ৰিয় মল্লিক। বর্তমানে তিনিও রয়েছেন প্রেসিডেন্সি জেলে।