December 23, 2024

অপারেশন আনান্দ এর আওতাধীন ৫৯ জন শিশুকে উদ্ধার করতে সমর্থ্য হলো কোচবিহার জেলা পুলিশ। যার মধ্যে ১৫ টি শিশু উদ্ধার হয়েছে শুধুমাত্র পুন্ডিবাড়ী থানার আওতায়। এছাড়াও সাহেবগঞ্জ শীতলকুচি থানা থেকেও শিশু উদ্ধার হয়েছে। এদিন এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কোচবিহারের অতিরিক্ত জেলা পুলিশ সুপার। তিনি বলেন, আলাদা আলাদা একাধিক মামলায় কিডন্যাপ হওয়া হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ছেলে এবং মেয়ে উভয় শিশু রয়েছে। তবে এখনো পর্যন্ত মানব পাচারের কোন বিষয় উঠে আসেনি। ঘটনার পূর্ণ তদন্ত চলছে। তবে এই সফলতাকে সাধুবাদ জানিয়েছে কোচবিহারের সাধারণ বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *