বৃহস্পতিবার দিনভর দুর্গাপুর শহরে পরিষেবা বন্ধ রাখলেন অটোচালকেরা।অটোর রুটে টোটো ও ই-রিকশা চলাচল করছে,এই অভিযোগে অটোচালকেরা বৃহস্পতিবার দিনভর দুর্গাপুর শহরে পরিষেবা বন্ধ রাখলেন।এর জন্য বিপাকে পড়েন বহু যাত্রী। প্রশাসনের দিক থেকে বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে দুর্গাপুরে প্রায় ২,০০০ অটো রয়েছে। তার মধ্যে প্রায় ১,৭০০টি অটো শহরের ৬৮টি রুটে চলাচল করে। টোটোর রুট না থাকায়, যে কোনও দিকে যেতে পারে। সাধারণত, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করে চলছে । অটো চালকদের অভিযোগ, শহরে অবৈধ টোটোর সংখ্যা বেড়েই চলেছে। ফলে তাঁদের যাত্রী পেতে অসুবিধা হচ্ছে। আবার নির্দিষ্ট কোনও স্ট্যান্ড না থাকায় যেখানে সেখানে দাঁড়িয়ে যায়। তাঁদের দাবি, ৪ ডিসেম্বর সমস্যার কথা জানিয়ে মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি প্রদান করা হয়েছ।এই পরিস্থিতি না বদলানোয় এক দিনের ধর্মঘট রাখা হয়েছহ। পিণ্টু সাহা নামক অটোচালক বলেন যে, অটো চালাতে যাবতীয় কাগজপত্র তৈরি করতে হলেও টোটোর খেত্রে সে সব কিছুর বালাই নেই। টোটোতে যাত্রী সুরক্ষা বলেও কিছু নেই।
সিটি সেন্টার অটো স্ট্যান্ডে সামনে, সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে অটোগুলি। অটোর সামনে দাবি-দাওয়া লেখা ব্যানার ঝুলছে।এক অটোচালক জানান, অটো যে রুটে চলবে না, টোটো বা ই-রিকশা সেগুলিতেই চলা উচিত। তা হলে কোনও সমস্যাই হয় না। অথচ, দেখা যাচ্ছে, অটোর রুটেই টোটো ও ই-রিকশা চলাচল করছে। তাদের দাবি, “বাইরে থেকেও টোটো, ই-রিকশা ঢুকে যাচ্ছে শহরে। দিন দিন এই সমস্যা বেড়েই চলছে।” বহু দিন ধরে প্রায় আড়াইশোটি অটোর রুট আটকে রয়েছে বলে দাবি অটোচালকদের। তার সুরাহা করার আর্জিও জানান তাঁরা। অটোচালকদের দাবি খতিয়ে দেখের আশ্বাস দিয়েছেমহকুমাশাসকের দফতর থেকে।
