December 6, 2025
subhman

শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজে সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। সেই ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। এবার যশপ্রীত বুমরাহকেও সরিয়ে দেওয়া হতে পারে। বুমরাহ টেস্ট ক্রিকেটে ভারতের সহ-অধিনায়ক। তাকে সরিয়ে দিয়ে শুভমনকে লাল বলের ক্রিকেটেও সহ-অধিনায়ক করা যেতে পারে।

গম্ভীর 24 বছরের সৌভাগ্যের উপর নির্ভর করছেন। শ্রীলঙ্কায় যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ভারতের নতুন কোচ বলেন, তিনি চান শুভমান সব ফরম্যাটে নিয়মিত খেলুক। শুভমানকে সহ-অধিনায়ক করে দায়িত্ব বাড়াতে চান গম্ভীর। আগামী দিনে তাকে ভারতের অধিনায়ক হিসেবে দেখছেন তিনি।

ভারতের পরের টেস্ট সিরিজ বাংলাদেশের বিপক্ষে। সেখানেই সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে শুভমানকে। বিরাট কোহলি টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর রোহিতকে অধিনায়ক করা হয়। সে সময় বুমরাহকে সহ-অধিনায়ক করা হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রোহিতের অনুপস্থিতিতেও বুমরাহ নেতৃত্ব দিয়েছিলেন। তবে বোর্ড সূত্রে জানা গেছে, আগামী দিনে তাকে টেস্টে সহ-অধিনায়ক হিসেবে দেখা নাও যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *