সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর ৬০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জম্মুর শহীদ বীর দেব স্টেডিয়াম, বিএসএফ ক্যাম্প পালৌরা-তে এক মহা অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হল ‘বিএসএফ ম্যারাথন ২০২৫’ ও ‘বিএসএফ সুবর্ণজয়ন্তী মোটরসাইকেল র্যালি–২০২৫’।
অনুষ্ঠানের সূচনা করেন বিএসএফ-এর মহাপরিচালক শ্রী দালজিত সিং চৌধুরী (আইপিএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি, প্রখ্যাত প্যারা আর্চার রাকেশ কুমার সাথে অভিনেতা বিবেক রাজদান।
ভোর ৫টায় শুরু হওয়া বিএসএফ ম্যারাথনে অংশ নেন শতাধিক বিএসএফ কর্মী, সীমান্ত এলাকার বাসিন্দা ও স্থানীয় দৌড়বিদরা। অনুষ্ঠানে ফিটনেস, বন্ধুত্ব ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে। বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও নগদ পুরস্কার তুলে দেন মহাপরিচালক ও অতিথিরা।
শ্রী দালজিত সিং চৌধুরী অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, “খেলাধুলা জাতীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার অন্যতম মাধ্যম। বিএসএফ সর্বদা দেশরক্ষার পাশাপাশি জাতির মধ্যে বন্ধুত্ব ও সংহতি গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাবে।”
এরপর সকাল ১০টা ৪০ মিনিটে বিএসএফ মহাপরিচালকের হাত ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘বিএসএফ মোটরসাইকেল র্যালি–২০২৫’, যা জম্মু থেকে গুজরাটের ভুজ পর্যন্ত প্রায় ১,৭৪২ কিলোমিটার পথ অতিক্রম করে।
র্যালির উদ্দেশ্য দেশব্যাপী জাতীয় সংহতি, দেশপ্রেম ও মাদক বিরোধী সচেতনতা প্রচার করা। র্যালিটি সন্ধ্যায় পাঞ্জাবের গুরদাসপুরের লিটল ফ্লাওয়ার কনভেন্ট স্কুলে পৌঁছায়। সেখানে উষ্ণ অভ্যর্থনা জানান বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ারের ডিআইজি শ্রী দলজিৎ সিং চৌধুরী, বিএসএফ অফিসার ও জওয়ানরা। স্থানীয় মানুষ, এনসিসি ক্যাডেট উপস্থিতিতে দেশপ্রেমমূলক গান, নৃত্য ও অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে বললে জানা যায়।
এদিন র্যালিটি গুরদাসপুর বিএসএফ সেক্টর সদর দপ্তর থেকে পুনরায় রওনা দিয়ে দেরা বাবা নানক, আজনালা, আটারি বর্ডার, ভিখিওয়িন্দ ও খেমকরন হয়ে ফেরোজপুরের পথে এগোয়।
