ঘটেছে অপেক্ষার অবসান, নির্দেশ মতো শুরু হলো কাজ। উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং ইতিমধ্যেই শুরু হয়েছে। বেশ কয়েক দফায় কাউন্সেলিংয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। এবার ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং নিয়ে সামনে আসছে নয়া আপডেট!
শীঘ্রই একাধিক কাউন্সেলিংয়ের মাধ্যমে শূন্যপদ পূরণ করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একটি বিবৃতি প্রকাশ করে ব্রাত্য বলেন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই ৮৫০০-রও বেশি চাকরিপ্রার্থীকে কাউন্সেলিংয়ের মাধ্যমে ডাকা হয়েছে।
তার মধ্যে ৬৫০০-রও বেশি হবু শিক্ষক-শিক্ষিকার হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে। এখন লক্ষ্য হল, ওই প্যানেল থেকে যত বার সম্ভব কাউন্সেলিং করে সম্পূর্ণ স্বচ্ছতা ও সততার সঙ্গে ঘোষিত শূন্যপদ পূরণ করা।