December 6, 2025
TRAMP 1

যারা আমেরিকার ক্ষতি করে তাদের উপর বিরাট শুল্ক চাপানো হবে বলে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। মোদির সাথে কথা বলার পরই দলীয় অনুষ্ঠানে এই কথাটি শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের মুখে। মার্কিন প্রেসিডেন্টের মতে, ভারত-চিনের মতো দেশগুলি বিরাট পরিমাণে আমদানি শুল্ক চাপায়। এবার থেকে সেই পথে হাঁটবে আমেরিকাও। কারণ দেশের স্বার্থকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেবে তাঁর প্রশাসন। উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ফ্লোরিডায় একটি সমাবেশে যোগ দিয়েছিলেন রিপাবলিকান সাংসদরা। সেখানে বক্তৃতায় ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসাবে তাঁর মূল লক্ষ্য, ‘আমেরিকা ফার্স্ট’। অর্থাৎ দেশের স্বার্থই সব থেকে গুরুত্বপূর্ণ। সেই নিয়েই ট্রাম্প বলেন, “যেসমস্ত দেশ বা সংস্থা আমাদের ক্ষতি করে তাদের উপর বিরাট শুল্ক চাপিয়ে দেব। আসলে ওরা আমাদের শুল্ক দিয়ে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করে। সেটা আর হতে দেব না।”

উদাহরণ হিসাবে ভারত, চিন এবং ব্রাজিলের নাম উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, “চিন প্রচুর আমদানি শুল্ক চাপায়। একই কাজ করে ভারত-ব্রাজিলের মতো আরও অনেক দেশ। কিন্তু সেটা আর হবে না কারণ আমরা ‘আমেরিকা ফার্স্ট’ নীতি নিয়ে চলব।” আমদানি শুল্ক এড়িয়ে যেতে বিদেশি কোম্পানিগুলির কাছে ট্রাম্পের বার্তা, তারা যেন মার্কিন মুলুকেই কারখানা গঠন করে। আগামী কিছুদিনে খুব কম সময়ের মধ্যে আমেরিকায় প্রচুর কারখানা গঠিত হবে বলেও জানান ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *