December 6, 2025
vande-bharat2

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে ভারতীয় রেলের অত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি হয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসার পরে এখন পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছে। মূলত, রেলের বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম প্রোটোটাইপটি ICF চেন্নাই থেকে RDSO-এর ফিল্ড ট্রায়ালের জন্য রওনা হয়েছে।

এই নতুন ট্রেনটি BEML এবং ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি -র সহযোগিতায় তৈরি করা হয়েছে। এমতাবস্থায়, গত ২ মাস ধরে এটি ICF-এ কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ডের যাচাই প্রক্রিয়ার মধ্যে ছিল। রেলের বন্দে ভারত স্লিপার ট্রেনটি প্রিমিয়াম রাজধানী এক্সপ্রেসের চেয়ে ভালো ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করবে। এই ট্রেনটি সর্বোচ্চ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *