রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। উত্তরবঙ্গের মানুষেরা খুব শীঘ্রই পেতে চলেছেন একটি নতুন ট্রেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে দেওয়া হয়েছে একটি নতুন প্রস্তাব।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক রেলমন্ত্রীকে চিঠি দিয়ে রাতে জলপাইগুড়ি থেকে ট্রেন চালানোর অনুরোধ করেন। বিজেপি বিধায়কের সেই অনুরোধ যদি গ্রাহ্য হয় তাহলে রেলযাত্রা হতে চলেছে আরো আরামদায়ক। সূত্রে খবর, একটি নতুন ট্রেন চলাচল করতে পারে নসিপুর সেতুর উপর দিয়ে।
সূত্রের খবর, নতুন ট্রেনটির নাম হতে চলেছে ধুবড়ি-শিয়ালদা মদনমোহন এক্সপ্রেস। নতুন ট্রেনের প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে রেল বোর্ডের কাছে। আশা করা যাচ্ছে শীঘ্রই এই সংক্রান্ত অনুমোদন দিতে পারে রেল বোর্ড।