December 6, 2025
metro under water

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। চলছিল বেশ কিছু অসুবিধা অবশেষে সেই জটিলতা কাটিয়ে এবার বড়সড়ো আপডেট দিলেন কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল। এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোতে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রোর রেক চলতে পারবে।

২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই চলবে এই রুটের কলকাতা মেট্রো। তবে সে ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বউবাজার। তিন তিনবার সুরঙ্গে ধস নামার কারণে ইস্ট ওয়েস্ট মেট্রো নিরবিচ্ছিন্ন পরিষেবা চালু করা যায়নি।

এমনিতে রেক্স তোলার জোড়া সুরঙ্গ এর মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটি করে প্যাসেজ তৈরি করা হয়। যাত্রী সুরক্ষার জন্যই এই ব্যবস্থা। তাই এই অংশে মেট্রো চালু করতে গেলে আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। তবে খুব শীঘ্রই যে সেই পরিষেবা চালু হয়ে যেতে পারে, সেই সম্পর্কে আপডেট দিলেন অনুজ মিত্তল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *