December 23, 2024

দীপাবলির দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে বাজির চাহিদা। তবে গ্রীন ক্র্যাকারের চাইতে কিছু মানুষের নিষিদ্ধ শব্দবাজীর দিকে ঝোঁক থাকে। প্রশাসন থেকে যতই শব্দবাজী নিষিদ্ধ করা হোক না কেন। দীপাবলিতে যে হারে চারিদিকে শব্দবাজী ফাটানো হয় তাতে পুলিশ নিশ্চিত চোরা পথে দীপাবলির কয়েকদিন আগে শহরে নিষিদ্ধ শব্দবাজি প্রবেশ করে। সেই কারনে পুলিশও সজাগ দৃষ্টি রেখে চলেছে। বিভিন্ন অসাধু ব্যবসায়ী গোপন ভাবে এই ব্যবসা চালিয়ে থাকে তা পুলিশ খুব ভালোভাবেই বুঝতে পারে। তবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশও তৎপরতার সঙ্গে ইতিমধ্যে বেশ কিছু ব্যবসায়ীকে প্রচুর শব্দবাজির সঙ্গে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় এমনই এক অসাধু নিষিদ্ধ শব্দবাজি ব্যবসায়ীকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।

পুলিশের কাছে আগেই খবর ছিল মুদিখানা দোকানের আড়ালে নিষিদ্ধ শব্দ বাজি বিক্রি করে এক ব্যবসায়ী। সেইমতো তাকে ধরার ফাঁদপাতে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। সেইমতো শুক্রবার ঠাকুরনগরে যখন বাইকে করে নিষিদ্ধ শব্দবাজি তার দোকানে নিয়ে ঢোকার সময় তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। উদ্ধার হয় প্রায় ৩০ হাজার টাকার নিষিদ্ধ শব্দবাজি। ধৃত ওই অসাধু ব্যবসায়ীর নাম বিজয় সাহা।তার বাড়ি ঠাকুরনগর এলাকায়। ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *