December 22, 2024

ফের ক্রীড়া ক্ষেত্রে সাফল্য বাঁকুড়ার আদিবাসী ছাত্রীর। হীড়বাঁধের মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অপর্ণা সরেন এবার ‘Girls Under-17 National Games এ রাজ্যের হকি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে। এই প্রতিযোগীতায় যোগ দিতে ইতিমধ্যে হরিয়ানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে অপর্ণারা।

অত্যন্ত প্রতিভাবান, কঠোর পরিশ্রমী অপর্ণা সরেনের জন্ম ও বেড়ে ওঠা হীড়বাঁধের প্রত্যন্ত ভূবনডিহি গ্রামে। বাবা জগবন্ধু সরেন কর্মসূত্রে এই মুহূর্তে বাইরে রয়েছেন। মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা ও হোষ্টেলে থাকার সূত্রে হকিতে হাতে খড়ি তার। এর আগে জেলা ও রাজ্যস্তরের প্রতিযোগীতায় একাধিকবার সে সাফল্য পেয়েছে বলে জানা গেছে।মেয়ের এই সাফল্যে খুশী অপর্ণার মা অমিতা সরেন, কাকা দীনবন্ধু সরেনরা। তাঁরা বলেন, মেয়ের জন্য আমরা সত্যিই গর্বিত। আর এই সাফল্যের পিছনে সম্পূর্ণ অবদান মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের। তবে আগামী দিনে মেয়ে জাতীয় দলে খেলার সুযোগ পেলে আরও ভালো লাগবে বলে তাঁরা জানান।

    মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শারিরশিক্ষা বিভাগের শিক্ষক রোহিনীকান্ত মুর্ম্মু বলেন, অপর্ণা আমাদের স্কুলের ছাত্রী, এখানকার হোষ্টেলে থেকেই পড়াশুনা করে। আমাদের এই ছাত্রীর জন্য আমরা সকলেই গর্বিত। তার এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে ও আগামী দিনে জাতীয় দলে খেলার সুযোগ পাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *