December 22, 2024

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বর্তমানে জেলের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের।

একাধিকবার জামিনের আবেদন করেও সুরাহা হয়নি। ফের একবার পার্থর জামিন মামলার শুনানি বাতিল হয়ে গেল। বিশেষ সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তবে এদিন শুনানির শুরুতেই ইডির তরফ থেকে জানানো হয়, প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত সকল মামলার শুনানি ইডি বিশেষ আদালতে হোক।

অর্থাৎ এই সংক্রান্ত সব মামলার শুনানি একজন বিচারকই করুন। ইডির এই আবেদনের ফলে আজ বিশেষ সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হয়নি। কোন আদালতে এই মামলার শুনানি হবে, তা আগামী ২২ নভেম্বর ঠিক করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *