বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে একাধিক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বেড়েছে একাধিক ভাতা, ডিএ।
এদিকে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও তা হয়নি। এরই মাঝে অষ্টম বেতন কমিশন গঠনের জন্য দুটি প্রস্তাব জমা পড়েছে বলে জানাল কেন্দ্রীয় সরকার।
রাজ্যসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থ প্ৰতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, ‘অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য ২০২৪ সালের জুনে দুটি প্রস্তাব জমা পড়েছিল। আপাতত কেন্দ্রীয় সরকার এরকম কোনও প্রস্তাব বিবেচনা করছে না।’ আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন এবং ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।