বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলাতেই গ্রেফতার হওয়া অয়ন শীল জামিনের আবেদন জানালেন।
ইডির মামলায় জামিন পাওয়ার পর এবার সিবিআইয়ের মামলায় জামিনের আর্জি জানিয়েছেন তিনি। জামিনের আর্জি জানিয়ে গত সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন অয়ন। তিনি এই মামলায় জামিন পাওয়ার যোগ্য, এমনটা দাবি করে ৪৫০ পাতার পিটিশন ফাইল করেছেন। ইতিমধ্যেই মামলা আদায়ের করার অনুমতি মিলেছে।
আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় অয়নকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে সিবিআই। অভিযোগ ওঠে, প্রভাব খাটিয়ে রাজ্যের নানান পুরসভায় নিজের প্রার্থীদের চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি।