ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হারের পরদিনই অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তবে বর্তমানে তিনি শুধুমাত্র একদিনের ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন। টেস্ট এবং টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সংশ্লিষ্ট মহলের মত অনুযায়ী, সম্ভবত ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের কথা মাথায় রেখেই হয়ত টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ। কারণ যে কোনও ক্রিকেটারের কাছেই অলিম্পিক্সে খেলাটা অবশ্যই একটা বড় বিষয়। তাঁর দীর্ঘ ক্রিকেট জীবনে স্মিথের কাছে কখনওই অলিম্পিক্সে খেলার সুযোগ আসেনি । আর যেহেতু ২০২৮ সালে অলিম্পিক্সে যখন টি-টোয়েন্টি ফর্ম্যাটে ক্রিকেট থাকছে, তখন সেই সুযোগটা স্মিথ নিতে চান বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে তিনি দারুণ ইনিংস খেলেন, দুর্দান্ত অধিনায়কত্বও করেন। নাহলে বড়সড় ভরাডুবির মুখে পড়তে হত অস্ট্রেলিয়া দলকে। ২০২৭ সালের বিশ্বকাপের দিকে তাকিয়েই একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। বুধবার সকালে একটি বিজ্ঞপ্তিতে তিনি জানান, এটাই সরে যাওয়ার সঠিক সময় বলে তাঁর মনে হয়েছে। এই ক্রিকেট সফরটাও দুর্দান্ত ছিল এবং আর সেটার প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন তিনি। অনেক অসাধারণ স্মৃতি তৈরি করেছেন তিনি আর তার মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জয়ের বিষয়টা বিশেষ উল্লেখযোগ্য ।
