আর জি করের মহিলা চিকিৎসক খুনের ঘটনায় এবারের প্রতিবাদের সুরে গান বেঁধে ফেললেন মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা গান। মালদার কুতুবপুর গম্ভীরা দল ইতিমধ্যেই নিজের কথা শুনে আরজিকরের ঘটনার প্রতিবাদের গান নিজের কন্ঠে গান গাইছেন। গম্ভীরা গান প্রতিবাদের গান। ব্রিটিশ আমলেও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদের গান যেমন ইতিহাসে সাক্ষী রয়েছে ঠিক বর্তমান সময়ের বাস্তব ঘটনার মধ্য দিয়ে ও তাদের প্রতিবাদের গান আজো শিল্পীরা গান করে যাচ্ছে।
৮৪ বছর ধরে এই কুতুবপুর গম্ভীরা দল তাদের প্রতিবাদের গান গেয়ে যাচ্ছে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোন সরকারের কাছ থেকেই তারা কোনদিনও পুরস্কৃত পাননি। রাজ্য দেশ এমনকি বিদেশের মাটিতেও গম্ভীরা গান সুনাম অর্জন করেছেন।
শিল্পী প্রশান্ত শেঠ , অশোক চক্রবর্তী জানান গম্ভীর গান যার অপর নাম হচ্ছে প্রতিবাদী গান । আর জি করের নৃশংস নারকীয় যে ঘটনা যে ঘটনায় আজকের রাজ্য তথা দেশ তোলপাড় হয়ে উঠেছে আর জি করের ঘটনার প্রমাণ লোপারটের আড়ালের যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে এবং সঠিক যেন বিচার হয় তার দাবিতে আমরা জেলার বিভিন্ন প্রান্তে পথে নেমে আমাদের গানের মাধ্যমে মানুষের মধ্যে আন্দোলন ছড়িয়ে দিব। সোমবার থেকেই আমাদের এই গান জেলার নাগরিকদের মধ্যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পরিবেশন করব।
আগামীতে যতদিন পর্যন্ত আরজিকরের ঘটনার বিচার না হয় ততক্ষন পর্যন্ত আমাদের এই আন্দোলন গানের মাধ্যমে আমরা করে যাব। যদি গান পরিবেশন করতে আমাদের কোন বাধা আসে তাহলে আমাদের গম্ভীরা গানের প্রতিবাদ আরো বাড়বে।
