December 6, 2025
AAJ 3

ভারতীয় সেনার শক্তি ভাণ্ডারে যুক্ত হলো এক বিশেষ আধুনিক প্রযুক্তির গাড়ি—অল-টেরেন ভেহিকেল ATOR N1200। এই গাড়ি একসঙ্গে জল ও ডাঙায় চলতে সক্ষম। ফলে যেকোনো দুর্গম পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্র হোক বা বন্যা-আক্রান্ত এলাকা, দক্ষতার সঙ্গে কাজে লাগানো সম্ভব হবে এই যানকে।

পাঞ্জাবের অমৃতসরে ইতিমধ্যেই এই উন্নত প্রযুক্তির গাড়ির মাধ্যমে উদ্ধারকাজ শুরু হয়েছে। জমে থাকা জলের মধ্যে নেমে পড়ে বিপন্ন মানুষদের উদ্ধার করছে সেনা। শুধু বহিঃশত্রুর মোকাবেলায় নয়, দেশের অভ্যন্তরেও আপৎকালীন সময়ে সেনার এই প্রযুক্তিগত সক্ষমতা বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সেনা সূত্রে খবর, ATOR N1200 গাড়িটি অত্যাধুনিক নকশায় তৈরি। কঠিন ভৌগোলিক পরিস্থিতি, জলাবদ্ধ এলাকা কিংবা যুদ্ধ সব জায়গায় কাজ করতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *