কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ২৯শে আগস্ট আসাম সফরে আসছেন। খানাপাড়ায় আয়োজিত এক পঞ্চায়েত সম্মেলনে তিনি যোগ দেবেন বলে জানা গেছে। এই সফরে শাহ জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত এবং গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এই গুরুত্বপূর্ণ সফরের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ শাসন ও উন্নয়নে কেন্দ্র-রাজ্য সহযোগিতা আরও জোরদার করা। আশা করা হচ্ছে, এর ফলে রাজ্যের তৃণমূল স্তরে উন্নয়নের গতি আরও বাড়বে।
এদিকে, শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ৮ই সেপ্টেম্বর আসাম সফরে আসবেন। প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফর জাতীয় পরিকল্পনা এবং প্রচারে আসামের গুরুত্বকে আরও বেশি তুলে ধরবে বলে মনে করা হচ্ছে।
