December 6, 2025
2

নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ)-এর বিরুদ্ধে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল আসাম জাতীয় পরিষদ (এজেপি)। সোমবার কামরূপ জেলার মির্জায় এক বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে দলটি।

বিক্ষোভের শুরুতে, এজেপি সদস্যরা কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়ে তাঁকে শ্রদ্ধা জানান। তাঁরা শপথ নেন যে আসামের সাংস্কৃতিক ও জাতিগত পরিচয় রক্ষায় তাঁরা সিএএ-র বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

বিক্ষোভ চলাকালীন শত শত এজেপি সমর্থক মির্জার রাস্তায় মিছিল করেন এবং সিএএ-বিরোধী স্লোগান দেন। দলের যুগ্ম সম্পাদক পঙ্কজ লোচন গোস্বামী অভিযোগ করেন যে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে সিএএকে ব্যবহার করছে। তিনি প্রশ্ন তোলেন, “অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যগুলো যখন সিএএ প্রত্যাখ্যান করেছে, তখন আসাম কেন এটি গ্রহণ করবে?” বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, আসামের মানুষ কোনোভাবেই এই আইন মেনে নেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *