October 20, 2025
AAJ 3

‘দ্য নেচার’ জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে ব্রিটেন, জার্মানি, সুইৎজারল্যান্ডের বিজ্ঞানীরা দাবি করেছেন, এআই টুলের সাহায্যে যে কোনও বিরল ও দুরারোগ্য রোগ শনাক্ত করা এবং তার চিকিৎসাপদ্ধতি সম্বন্ধেও জানা যাবে।

বিশ্বের বিভিন্ন দেশের বায়োব্যাংকে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে এমন একটি উন্নত অ্যালগরিদম তৈরি করা হয়েছে, যা জটিল ও বিরল রোগ শনাক্তে সক্ষম। এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ভবিষ্যতে দুরারোগ্য অনেক রোগ নিরাময়ের সম্ভাবনা তৈরি করতে পারে। ‘ডেলফি-২এম এআই’ নামের এই এআই টুলটিতে কয়েক হাজার রোগ সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। গবেষকদের মতে, এই অ্যালগরিদমের মাধ্যমে জিন-সম্পর্কিত বহু বিরল রোগও নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব।

গবেষকদের দাবি, দুরারোগ্য কিংবা জিনঘটিত রোগে কোষের ডিএনএ-তে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। অনেক সময় এই পরিবর্তন মিউটেশন বা রাসায়নিক রূপান্তরের মাধ্যমে ঘটে। এই পরিবর্তন চিহ্নিত করতে সক্ষম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বর্তমানে গবেষকেরা পরীক্ষামূলকভাবে একটি এআই টুল ব্যবহার করে দেখছেন, যা কম্পিউটার অ্যালগরিদমের মাধ্যমে এই পরিবর্তন শনাক্ত করতে পারে। এই প্রযুক্তি কতটা কার্যকর, তা বুঝতে গবেষকেরা খুঁটিনাটি পর্যবেক্ষণ করছেন। গবেষকদের মত, এই পদ্ধতি সফল হলে কিছু বিরল এবং প্রাণঘাতী রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি, চিকিৎসাক্ষেত্রে আরও উন্নত পদ্ধতি উদ্ভাবনের পথও খুলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *