‘সেয়ানে সেয়ানে টক্কর’—প্রবাদটি যেন হুবহু বাস্তবায়িত হল ভারত-রাশিয়ার কূটনৈতিক সৌজন্যে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রোটোকল ভেঙে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে পালামের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ং হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই পদক্ষেপে চমকে গিয়েছিল দেশ-বিদেশের কূটনৈতিক মহল। আর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই চমকের পাল্টা জবাব দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাইসিনা হিলসে পৌঁছোন পুতিন। লাল গালিচা সাজানো রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি নিজে, আর খানিকটা পিছনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রুশ প্রেসিডেন্টের কালো লিমুজিন রাষ্ট্রপতি ভবনের সামনে থামতেই এগিয়ে আসেন রাষ্ট্রপতি ও মোদি। গাড়ির দরজা খুলে নামার মুহূর্তেই পুতিনকে অভিবাদন জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ভূদেব পারিদা। পুতিনও মাথা ঝাঁকিয়ে পাল্টা অভিবাদন জানান।
এরপরই ঘটে দিনের সবচেয়ে বড় চমক। সকলকে অবাক করে দিয়ে পুতিন প্রথমেই হাত বাড়িয়ে করমর্দন করেন সামরিক সচিবের সঙ্গে—যা সাধারণত প্রোটোকলে থাকে না। এরপর গটগট করে এগিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে হাত মেলান তিনি। শেষে মোদির দিকেও এগিয়ে গিয়ে উষ্ণ করমর্দনে মেতে ওঠেন।
মোদি ও পুতিনের এই সৌজন্যমূলক প্রোটোকল ভাঙা দু’দিনই প্রমাণ করলো, কূটনীতি শুধু নিয়মের খাতা নয়, কখনও কখনও তা হৃদ্যতার প্রকাশও বটে।
