December 6, 2025
boris 33

ভারতের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আট বছর আগে খেলেছিলেন তিনি। তখন থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা শুরু সে । এ বছর মার্চ মাসে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার বরিস সিংহের লক্ষ্য হল এশিয়ান কাপে খেলা।ভারতীয় ফুটবলের ওয়েবসাইটে বরিস বলেছেন, জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পেরে তিনি আপ্লুত এবং গর্বিত। কোচের প্রতি তিনি কৃতজ্ঞ। কারন উনি আবার তার উপর আস্থা রেখেছেন।

দেশের হয়ে খেলতে নামলে নিজের সেরাটাই দেবেন বলেও জানিয়েছেন। গত মাসে বরিস গোয়াকে সুপার কাপ জিততে সাহায্য করেছেন। আইএসএলেও ধারাবাহিক ভাবে খেলেছেন তিনি। জয়ের এই অভ্যাসকে তিনি ভারতের জার্সিতেও ধরে রাখতে চান। বরিস জানিয়েছেন, সুপার কাপ জয় ক্লাবের জন্য ছিল খুব গুরুত্বপূর্ণ । এই মরসুমটা তিনি মাথা উঁচু করে শেষ করতে পেরেছেন। এই ট্রফি তাকে জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগে অনুপ্রেরণার মত কাজ করেছে ।

ভারতের যুব দলের হয়ে খেলার পর ইন্ডিয়ান অ্যারোজ়ের হয়ে আই লিগেও খেলেছেন বরিস। সেখান থেকে এটিকে, এটিকে মোহনবাগান, জামশেদপুর ঘুরে এখন তিনি গোয়ায়। সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বেড়েছে অনেক। সাফল্যের নেপথ্যে কোচ এবং তাঁদের পরামর্শকে বিশেষ স্থান দিয়েছেন বরিস। তাঁর মতে, বিশ্বকাপে সুযোগ পাবেন কোনও দিন ভাবেন নি। ফলাফল তাদের পক্ষে না গেলেও  নিজেদের সেরাটাই দিয়েছিলেন এবং আশা করছেন এক দিন তাদের সিনিয়র দলও বিশ্বকাপ খেলবে। আপাতত লক্ষ্য এশিয়ান কাপে ভাল খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *