সংখ্যালঘু অত্যাচারে অশান্ত বাংলাদেশ। সেই আবহে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ। এবার নাগরিকত্ব নিয়ে আরও কড়া আসাম সরকার। এনআরসির জন্য আবেদন না করলে মিলবে না আধার কার্ড, বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। উল্লেখ্য, অনুপ্রবেশ ইস্যুতে বারবার সরব হয়েছে বিজেপি। বাংলাদেশে ইসকন এবং সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে অশান্তির জেরে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের ঝুঁকি। এই অবস্থায় বড় সিদ্ধান্ত আসামের বিজেপি সরকারের। সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আধার কার্ডের সঙ্গে এবার এনআরসি যোগ বাধ্যতামূলক হতে চলেছে। নাগরিকত্ব নথিভুক্তকরণ নিয়ে কড়া অবস্থানও জানিয়েছে তার সরকার। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যদি আধার কার্ডের জন্য আবেদনকারী কোনও ব্যক্তি বা তার পরিবার এনআরসির জন্য আবেদন না করে থাকেন, তবে তার আধার কার্ডের আবেদন খারিজ করে দেওয়া হবে।
বুধবার আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, এনআরসির জন্য আবেদন না করে থাকলে আধার কার্ডের আবেদনও খারিজ করে দেওয়া হবে। অর্থাৎ এবার থেকে অসমে আধার কার্ডের সঙ্গে জাতীয় নাগরিক পঞ্জী লিঙ্ক করতে হবে। অনুপ্রবেশের ঝুঁকি বিবেচনা করেই মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান হিমন্ত বিশ্ব শর্মা।হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “ওপার বাংলা থেকে অনুপ্রবেশ নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। বিগত ২ মাসে বহু অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে আসাম ও ত্রিপুরার পুলিশ ও বিএসএফ। সেকারণেই আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। আধার কার্ড ও এনআরসি নিয়ে কড়া অবস্থান নিচ্ছে আসামের সরকার।”