বন্ধুদের সঙ্গে কথা বলার সময়ে আমরা একসঙ্গে অনেকগুলি কল জুড়ে কথা বলি। কল মার্জিং এখন খুবই সাধারণ বিষয়। পেশাগত কারণে হোক বা বন্ধুদের সঙ্গে, কল কথা বলা হয়ে থাকে। কিন্তু এখন এই বিষয়টি নিয়েও ভাবনাচিন্তা করার সময়। কারণ ‘কল মার্জ’-এর জন্য প্রতারণার নতুন কৌশল বের করে ফেলেছে সাইবার অপরাধীরা।
কী ধরনের জালিয়াতি চলছে?
এনসিপিআই জানাচ্ছে, প্রতারকেরা আগে থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ করে রাখরেন। তার পর আপনাকে ফোন করে বলবে যে, আপনার ব্যাঙ্কের প্রতিনিধি কথা বলতে চাইছেন এবং তিনি কলটি মার্জ করবেন একটু কথা বলে নিন। আপনি কিছু না ভেবেই অনুমতি দিলে এবং কলগুলি মার্জ করা সঙ্গে সঙ্গেই দেখবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁক হয়ে গিয়েছে।
সাবধানে থাকতে কী করবেন?
এনসিপিআই জানাচ্ছে, একমাত্র আত্মীয়-পরিজন বা বন্ধুদের চেনা নম্বর ছাড়া আন নম্বর কোনও ফোন এলে তা তুলবেন না।কোন নম্বর থেকে ফোন আসছে, তা যাচাই করে নিতে হবে আগে। ব্যাঙ্ক কখনওই ফোন করে ওটিপি জানতে চাইবে না। তাই কোথা থেকে ফোনটি এসেছে, তা যাচাই করতে হবে।
ব্যাঙ্কের ক্ষেত্রে সব সময়েই অথেন্টিকেশন চালু রাখুন। এতে বেশি নিরাপদ থাকবেন।
