গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সল্টলেক অঞ্চলে। সোমবার সকাল হতে না হতেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়। আবারও আগুন লাগল অ্যাক্রপলিস মলে। অ্যাক্রপলিস মলের ফুড কোর্টে ‘ওয়াও মোমর’ একটি দোকানে আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুন দেখতে পেয়েই মলের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে চলে আসে।
সাময়িকভাবে মল বন্ধ থাকলেও আবারও তা খুলে দেওয়া হয়েছে। ৫ মাস আগে এক্রপলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার ফলে প্রায় মাস দেড়েক বন্ধ ছিল কলকাতার অভিজাত এই মল। ঠিক কি কারণে আগুন তা যদিও এখনো স্পষ্ট নয়, বলেই জানিয়েছে মল কর্তৃপক্ষ
মল কর্তৃপক্ষ সর্বানি মুখার্জি জানিয়েছেন, ‘আমাদের ইন্টারনাল স্টাফরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ওয়াও মোমর কিচেনে একটি ফ্রায়াইং প্যানে আগুন লাগে প্রাথমিকভাবে এমনটাই জানতে পারছি। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রনে নিয়ে আসা সম্ভব হয়েছে। জনসাধারণের জন্য খোলা রয়েছে মল।