December 23, 2024

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

তবে এবার রেশনের ক্ষেত্রে নেওয়া হল এই উদ্যোগ। এবার পিডিএসের সামনে লাইন না দিয়ে সোজা এটিএম থেকে চাল তুলে নিতে পারবেন গ্রাহকরা। প্রথমে রেশন এটিএম কাউন্টারে আসতে হবে। এরপর মেশিনে টাচ করে নিজের রেশন কার্ড নম্বর দিতে হবে।

বায়োমেট্রিক যাচাই হয়ে গেলেই কাউন্টার থেকে পাওয়া যাবে খাদ্য সামগ্রী। এই ধরণের কাউন্টার থেকে ২৫ কেজি অবধি চাল সংগ্রহ করা যাবে। একদিকে যেমন ২৪X৭ পরিষেবা পাবেন রেশন গ্রাহকরা, তেমনই কারচুপিও বন্ধ হবে। আপাতত শুধুমাত্র ওড়িশায় এই পরিষেবা চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *