সোমবার সকালে কাঁকসার বিরুডিহা থেকে শোকনা গ্রাম যাওয়ার মাঝে রেল গেট পারাপার করতে গিয়ে বিকল হয়ে যায় একটি ইঁট বোঝাই লরি। যার জেরে বেশ কিছুক্ষনের জন্য হাওড়া দিল্লিগামী মেন ও স্লো লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। লাইনের উপর লরি বিকল হয়ে যাওয়ার ফলে গেটের আগেই দাঁড়িয়ে পড়ে একটি মাল গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে রেলের কর্মীরা ছুটে যায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় লাইন থেকে সরানো হয় ইঁট বোঝাই করা লরিটিকে।তার পরেই স্বাভাবিক হয় হাওড়া দিল্লি গামী লাইনে ট্রেন চলাচল।
