ঘোষিত হলো ছুটির বিজ্ঞপ্তি, আগামী সপ্তাহে অর্ধেক দিন বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস। একটানা ৯ দিন ছুটি পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। আগামী সপ্তাহের শুরুতেই ড. বি আর আম্বেদকরের জন্মদিন রয়েছে। সেই কারণে সোমবার ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
এরপর মঙ্গলবার রয়েছে নববর্ষ। মাঝে বুধ, বৃহস্পতি কাটিয়ে শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষ্যে ছুটি থাকবে। এরপর শনিবার বহু সরকারি অফিস এমনিতেই ছুটি থাকে। রবিবার সাপ্তাহিক ছুটি। এক্ষেত্রে সরকারি কর্মীরা যদি বুধবার ও বৃহস্পতিবারের ছুটি ‘ম্যানেজ’ করে নিতে পারেন তাহলে একটানা ৯ দিনের ছুটি পেয়ে যাবেন।
তবে একটানা ৬ দিনের বেশি ছুটি হয়ে গেলে সিএল অথবা ক্যাজুয়াল লিভ নেওয়া যায় না। সেক্ষেত্রে তাঁকে আর্নড লিভ নিতে হবে। কোনও কর্মচারী যদি ক্যাজুয়াল লিভ নেন, তাহলে তাঁকে ছুটির জন্য আগে থেকে আবেদন করার দরকার হয় না। কাজে যোগ দেওয়ার পরেও ছুটির জন্য আবেদন করতে পারেন। তবে আর্নড লিভ নিলে তাঁকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আগাম অনুমোদন নিতে হয়। সেক্ষেত্রে অনুমোদন পেয়ে গেলে একটানা লম্বা ছুটি পেয়ে যাবেন সংশ্লিষ্ট সরকারি কর্মী।
