December 6, 2025
nabanna1

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার সরকারি চাকরি না থাকলেও মাসে মাসে মিলবে পেনশন। এমনই একটি দুর্দান্ত প্রকল্প রয়েছে সরকারের।

প্রকল্পের নাম হল এনপিএস বাৎসল্য স্কিম। এখানে সঠিকভাবে বিনিয়োগ করলে মাসিক পেনশনের সুবিধা পাওয়া যেতে পারে। নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে মা-বাবারা এই প্রকল্পে টাকা রাখতে পারেন। এনপিএস বাৎসল্য স্কিম পরিচালনা করে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। প্রতিষ্ঠানটি সরকারি, ফলে এখানে টাকা বিনিয়োগ করায় কোনও ঝুঁকি নেই।

তবে এই প্রকল্পে টাকা রাখতে হলে বিনিয়োগকারীর সন্তানের বয়স ১৮ বছরের নীচে হতে হয়। নাবালক-নাবালিকার নামে প্রকল্প হলেও, এর সম্পূর্ণ কাজ তাঁর অভিভাবককেই করতে হয়। এনপিএস বাৎসল্য প্রকল্পের বিষয়ে বিশদে জানতে নিকটবর্তী সরকারি ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *