December 6, 2025
digha jagannatha tmpl

সম্প্রতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের। শুরুর দিন থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছিল। মন্দিরে মূল বিগ্রহের সামনে একটাই প্রণামী বাক্স রয়েছে। আর দর্শনার্থীদের ভিড়ের চাপে অনেকে পৌঁছাতেই পারছেন না প্রণামী বাক্সের সামনে। পরিস্থিতি পর্যালোচনা করে আরো ১০ টি প্রণামী বাক্স তৈরির বরাত দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর কেটেছে ১৫ দিন। উদ্বোধনের পর প্রথম চার দিনেই নাকি দর্শনার্থীদের সংখ্যা ছাপিয়ে গিয়েছিল ১০ লক্ষ। এই ১৫ দিনে নাকি নাকি প্রায় ৯ লক্ষেরও বেশি প্রণামী জমা পড়েছে। ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস, যিনি কিনা দিঘার জগন্নাথধাম ট্রাস্টের অন্যতম সদস্য, তিনি বলেন, প্রতি মঙ্গলবার করে প্রণামী বাক্সের অর্থ গোনা হচ্ছে।

স্টেনলেস স্টিলের তৈরি বাক্সগুলি মন্দিরের বিভিন্ন অংশে রাখা থাকবে দর্শনার্থীদের সুবিধার জন্য। ওই বাক্সগুলির চাবির দায়িত্বে যারা থাকবেন তাদেরও নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে ডিউটি। অন্যদিকে মন্দিরে ভিড় সামলাতে জেলা পুলিশের তরফে শুধুমাত্র দিঘার মন্দিরের জন্যই ১০০ জন ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *