December 23, 2024

ফের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে একদিনে আটক ১৭ জন বাংলাদেশি সমেত ৫ জন ভারতীয় দালাল । আটক ১৭ জন বাংলাদেশি অবৈধ ভাবে সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে ছিলেন। রবিবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন বৈঠাংবাড়ি বিওপি এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পথে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের হাতে আটক ৫ জন বাংলাদেশী নাগরিক। তাদের মধ্যে একজন পুরুষ ও চারজন মহিলা রয়েছেন। তাদের সকলের বাড়ি বাংলাদেশের ঢাকার খুলনায় বলে সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে গোমতি জেলার করবুক এলাকা থেকে বিএসএফের যৌথ অভিযানে সাত জন বাংলাদেশী নাগরিক। তাদের মধ্যে একজন পুরুষ পাঁচজন মহিলা এবং একজন শিশু রয়েছেন। আটক সাতজনের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলাতে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার নদী দিয়ে বাংলাদেশের যাওয়ার সময় দুইজন বাংলাদেশি সহ তিনজন ভারতীয় দালালকে আটক করে। আটক দুইজন বাংলাদেশিরা নোওখালী জেলার বাসিন্দা।
বিএসএফ পরবর্তী সময়ে বাংলাদেশীদের পুলিশের হাতে তুলে দেন। অন্যদিকে রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার আরএমএস চৌমুহনী থেকে তিনজন বাংলাদেশী যুবককে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। আটক হওয়া তিন বাংলাদেশিরা জানিয়েছেন তারা অবৈধ উপায়ে দালালের মাধ্যমে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে। প্রাথমিকভাবে তিন যুবক জানিয়েছেন তাদের বাড়ি বাংলাদেশের ঢাকাতে। পুলিশ তাদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশের বিরুদ্ধে মামলা রুজু করেছেন। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন বলে জানা গেছে। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *