December 6, 2025
13

গুৱাহাটী, ২ আগস্ট — প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের ২০তম কিস্তির আওতায় অসমের ২০ লক্ষাধিক কৃষক ₹৪২২ কোটি টাকা পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে স্থানান্তর করেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া এই প্রকল্পের অধীনে, যোগ্য ভূমিধারী কৃষকরা বছরে ₹৬,০০০ পান—যা তিনটি সমান কিস্তিতে প্রদান করা হয়। এবারের কিস্তিতে সারা দেশে ৯.৭ কোটি কৃষকের কাছে ₹২০,৫০০ কোটি হস্তান্তর করা হয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রকল্প রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, রাজ্য সরকার প্রকল্পের আওতা আরও বিস্তৃত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

অসমের কৃষি দপ্তরের কর্মকর্তারা জানান, রাজ্যের সব জেলায় এই অর্থ পৌঁছেছে এবং প্রত্যন্ত ও আদিবাসী অঞ্চলে বিশেষ প্রচার চালানো হয়েছে। সরকার কৃষকদের ই-কেওয়াইসি ও নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সচেতনতা অভিযানও শুরু করেছে।

PM-KISAN প্রকল্পটি ভারতের কৃষি কল্যাণ নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত, যা কৃষকদের সময়মতো আর্থিক সহায়তা প্রদান করে ফসল উৎপাদন ও গৃহস্থালির প্রয়োজন পূরণে সহায়তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *